×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ মহামারির মধ্যে প্রতিমাসে অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের সংখ্যা ৮ থেকে ১০ হাজার করে বৃদ্ধি পেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসেবে গত সেপ্টেম্বর মাসে রিটার্ন দাখিলের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৪৬, যা মোট ভ্যাটদাতার প্রায় ৬০ শতাংশ।
ভ্যাট প্রশাসন আশা করছে যেভাবে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,তাতে চলতি অর্থবছরের শেষ নাগাদ সকল ভ্যাটদাতা অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়ায় চলে আসবে।
এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বুধবার বাসসকে বলেন,ভ্যাট রিটার্ন প্রক্রিয়া সহজ হওয়ায় অনলাইনে রিটার্ন দাখিল প্রতিনিয়ত বাড়ছে। প্রতি মাসে যেভাবে রিটার্ন দাখিল বাড়ছে, এতে করে আশা করছি আগামী ডিসেম্বর নাগাদ ৮০ শতাংশ এবং চলতি অর্থবছর শেষে সকল ভ্যাটদাতা অনলাইনে রিটার্ন দাখিল করবেন।
তিনি জানান,গতবছরের অক্টোবর মাসে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল মাত্র ২২ হাজার ৭৩২,যেটা চলতি বছরের সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৪৬। গত জুলাই মাসে এর সংখ্যা ৫০ হাজার ৩০০।
বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ২ লাখ ১৪ হাজার। তবে এর মধ্যে অনেক প্রতিষ্ঠানের একাধিক নিবন্ধন রয়েছে। মোস্তাফিজুর রহমান জানান, যেসব প্রতিষ্ঠানের একাধিক নিবন্ধন রয়েছে, সেগুলো আমরা বাতিল করব। এতে প্রায় ৩০ হাজার নিবন্ধন বাতিল হবে বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে এক লাখ প্রতিষ্ঠান রিটার্ন বা দাখিলপত্র জমা দেন। যার মধ্যে অনলাইনে দাখিল করেন ৬৮ হাজার।
মোস্তাফিজুর রহমান মনে করেন অটোমেশন প্রক্রিয়া জোরদার হওয়ায় অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা বাড়ানোর জন্য ভ্যাট কমিশনারেটগুলো এক ধরনের প্রতিযোগিতা শুরু করেছে। পাশাপাশি ভ্যাটদাতারাও সহজ পদ্ধতিতে রিটার্ন দাখিলের প্রক্রিয়া অনুসরণ করছে।
কুমিল্লা ও যশোর কমিশনারেট অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যায় এগিয়ে রয়েছে। এই দুই কমিশনারেটের ৯০ শতাংশ ভ্যাটদাতা অনলাইনে রিটার্ন দাখিল করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat