×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে পুলিশের বহিস্কৃত উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূইয়াকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তিনি রায়হান হত্যা মামলায় প্রধান আসামি।
মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।
এস আই আকবরকে আজ মঙ্গলবার দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে হাজির করা হয় । এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য আকবরের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন। রিমান্ড শুনানি শেষে তার ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরআগে পুলিশ ফাঁড়িতে রায়হানের উপর নির্যাতনের সময় এস আই আকবর হেসেন ভুইঁয়া এসএমপি’র বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বেই রায়হানকে নির্যাতন করা হয় বলে এই ঘটনায় গ্রেফতার হওয়া অন্য পুলিশ সদস্যরা আদালতকে জানিয়েছেন ।
সোমবার রাতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে রায়হান হত্যার মুল অভিযুক্ত এস আই আকবর হেসেন ভুইঁয়াকে পিবিআই’র কাছে হস্থান্তর করে সিলেট জেলা পুলিশ। পিবিআই’র একটি দল পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে নিয়ে যায়। সন্ধ্যায় সিলেটের সীমান্তবর্তী এলাকা কানাইঘাট থেকে কঠোর নিরাপত্তা প্রহরায় আকবরকে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। এরআগে সোমবার সকাল ৯টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার লক্সীপ্রসাদ ইউনিয়নের দনা সীমান্তবর্তী এলাকা থেকে এস আই আকবরকে গ্রেফতার করা হয়। ভারতে পালানোর সময় সাদা পোষাকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর মধ্যরাতে রায়হানকে তুলে নিয়ে সিলেট মহানগরের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে রায়হানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নির্যাতনের সময় এক পুলিশের মুঠোফোন থেকে পরিবারকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগও ওঠে। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন। এ ঘটনার শুরুতে ছিনতাইকারী সন্দেহে নগরীর কাস্টঘর এলাকায় গণপিটুনিতে রায়হান নিহত হয়েছেন বলে প্রচার করে পুলিশ। গণপিটুনিস্থল হিসেবে যে স্থানটির কথা বলেছিল পুলিশ, সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় ওই রকম কোনো দৃশ্য দেখা যায়নি।
পরবর্তীতে এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ এনে একটি মামলা করেন। পরে এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি অনুসন্ধান শেষে ফাঁড়িতে পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এ ঘটনায় ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। ওইদিনই পালিয়ে যান আকবর।
বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন, বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন। এদের মধ্যে কারাগারে রয়েছেন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশীদ ও টিটু চন্দ্র দাস।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর পরই এই মামলায় আকবর ছাড়াও আরও তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করে পিবিআই। এদের মধ্যে কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুন উর রশিদকে দু’দফায় আটদিন ও সহকারি উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহীকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগকারি সাইদুর শেখ নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
রায়হান সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা। তিনি সিলেটের স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের সহকারি হিসেবে কাজ করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat