কোভিড-১৯ মহামারি মোকাবেলায় জরুরী স্বাস্থ্যসেবাখাতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে দশ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগি সংস্থাটি ইতোমধ্যে এই ঋণ অনুমোদন করেছে।
বৃহস্পতিবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।এডিবির ভাইস প্রেসিডেন্ট শিশিন চেন বলেন,‘কোভিড-১৯ এর এই দুঃসময়ে এডিবি বাংলাদেশের সাথে আছে। জরুরী স্বাস্থ্য সেবা প্রদান,সুরক্ষা ও সেবা সামগ্রী সরবরাহ,রোগ নির্নয় ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দেশটি এই অর্থ কাজে লাগাতে পারবে।’