×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০১৮-০৩-২১
  • ৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক:- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নেই। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সামাল দিচ্ছেন কোর্টনি ওয়ালশ। দলের এই অভিভাবকহীনতার দুর্দিনে সহকারী কোচ রিচার্ড হ্যালসলও করলেন পদত্যাগ। বিসিবি থেকে হ্যালসলের পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করা হয়। ফিল্ডিং কোচ থেকে সহকারী কোচে উন্নীত হওয়া এই কোচের পদত্যাগের গুঞ্জন উঠেছিল আগেই। যদিও ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি- টোয়েন্টি সিরিজে হ্যালসলই বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন।তবে নিদাহাস ট্রফির দল ঘোষণা এবং দলের অনুশীলনেই ‘নাই’ হয়ে গিয়েছিলেন হ্যালসল। টাইগার শিবিরের শ্রীলঙ্কা সফরে ভালো পারফর্ম্যান্সে ব্যাপারটাও তেমন গুরুত্ব পায়নি। তবে বিসিবি থেকে জানানো হয়, ছুটিতে নিজের দেশ ইংল্যান্ডে চলে গেছেন এই ৪৯ বছর বয়সী কোচ।পদত্যাগের গুঞ্জনটা তখনই ওঠে। অবশেষে গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো। আর ফিরবেন না হ্যালসল। চার বছর বাংলাদেশ দলের সাথে যুক্ত এই কোচ পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বিসিবির কাছে। বিসিবিও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে।কোনো রাগ, ক্ষোভ থেকে নয়, পদত্যাগের কারণ হিসেবে হ্যালসল উল্লেখ করেছেন ‘পারিবারিক’ ব্যাপারকে। বিসিবির প্রধান নির্বাহী এ ব্যাপারে জানিয়েছেন, ‘রিচার্ড পদত্যাগপত্র জমা দিয়েছে। তাঁর সিদ্ধান্তটা ব্যক্তিগত কারণে। তিনি তাঁর পরিবারের কাছাকাছি, বিশেষ করে তাঁর অসুস্থ বাবার কাছাকাছি থাকতে চান। বোর্ড তাঁর গুরুত্বের প্রতি সম্মান রেখে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে।’এই বিবৃতিতে হ্যালসল বাংলাদেশ ক্রিকেট দলকে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার পরিবার যেভাবে আতিথেয়তা ও সম্মান পেয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ের স্মৃতি আমাকে সবসময় আন্দোলিত করবে। আমি কখনোই বাংলাদেশে আমার সুখের সময়ের কথা ভুলব না। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat