সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ছয় জন নিখোঁজ রয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী বলেন, আমি শুনেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বরযাত্রীবাহী একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল। নৌকাটি ছিন্নার চর এলাকায় পৌঁছালে যমুনার প্রবল তোড়ে ডুবে যায়। এতে আট বরযাত্রী নিখোঁজ হন। পরে দু’জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বাকিদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।
কাজিপুরের যমুনা চরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এসএম মাসুদুর রহমান জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক রিপন আহম্মেদ সঙ্গীয় ফোর্স সেখানে পাঠানো হয়েছে।