স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে ডেঙ্গু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে।ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ।দেশে আজ ডেঙ্গু নিয়ে ষড়যন্ত্র চলছে। এ নিয়ে অনেক কথাবার্তাও চলছে। ডেঙ্গু দেশে আগেও ছিল। তবে এবার এর প্রকোপ বেশি। পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যে সেখানে ডেঙ্গু নেই। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। নতুন ওষুধ আনা হচ্ছে, যা দিয়ে নতুন ধরনের এই মশাকে নিধন করা সম্ভব হবে।’
রবিবার রাত সাড়ে ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
মন্ত্রী তার বক্তব্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘এ পর্যন্ত দেশে ২৫ হাজার লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ১৮ হাজার ব্যক্তিকে আমরা সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছি। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মাত্র সাত হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। রবিবার সারাদেশে মাত্র ১ হাজার নয় ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।’ ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছেন বলে জানান মন্ত্রী
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেও দুদিন পরপর আমার সঙ্গে ডেঙ্গু নিয়ে কথাবার্তা বলছেন। তার নির্দেশে ডেঙ্গুর বিরুদ্ধে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-২ আসনের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ, জেলা বারের সভাপতি ও সাঁটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম আপেল, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।