×
ব্রেকিং নিউজ :
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ইসরাইলি বাধা সত্ত্বেও গাজায় ত্রাণবহরের অগ্রযাত্রা অব্যাহত বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৪
  • ৪৩৫৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোটা আন্দোলনের নামে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধারা রোববার (৪ আগস্ট) অফিসার্স ক্লাব, চট্টগ্রাম এর হলরুমে মতবিনিময় সভা শেষে বিক্ষোভ মিছিল করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাফফর আহমদের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরওয়ার কামাল দুলু।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাফফর আহমদ বলেন, অসহযোগ আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারকে প্রতিপক্ষ করার অপচেষ্টা মানে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ করার সামিল। মনে রাখতে হবে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করার মাধ্যমে এ দেশ স্বাধীন করেছে। দেশকে রক্ষা করার দায়িত্বও বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির।
তিনি বলেন, কোটা আন্দোলনের নামে আজ আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে যারা অস্থিতিশীল করার কাজ শুরু করেছে, তাদেরকে রুখতে হলে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরওয়ার কামাল দুলু বলেন, কোটা আন্দোলন অসহযোগ আন্দোলনের অংশ নয়। সারাদেশে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ছাত্রদের আন্দোলন বহির্ভূত। যারা ছাত্র আন্দোলন করছেন- এটি তাদের কোন কর্মসূচী নয়, এটি বিএনপি ও নিষিদ্ধ জামায়াত-শিবিরের কর্মসূচী। তাই নাশকতাকারীদেরকে কঠোর হস্তে দমন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী শহীদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুর উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুপ, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর মুন্সি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আকতার আহমেদ সিকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat