×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বহুল কাঙ্খিত স্বস্তির বৃষ্টি বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ, পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১, চলতি মৌসুমে উফসি আউস, পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯ শত ৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ, পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

২৭ মার্চ সকাল এগারো টায় উপজেলা পরিষদ চত্বর উপজেলার প্রায় ৯ শত ৭০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ, পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৫শত জন প্রান্তিক কৃষককে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
প্রতিটি কৃষককে পাঁচ কেজি আউশ ধান বীজ ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৪৭০ জন প্রান্তিক কৃষকদের ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়েছে।

বীজ ও রাসায়নিক সার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়সাল কাদির রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন উল্লাপাড়া উপজেলায় ধান ও পাটের লক্ষ্য মাত্রা অর্জনের লক্ষে ধানের পাশাপাশি পাট চাষে প্রান্তিক কৃষকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে। সেই সাথে কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষনিক তদারকি করে চলেছেন।
প্রতিটি কৃষককে পাঁচ কেজি করে উফসি আউশ ধান বীজ ও ১ কেজি পাট বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান মুন্ত্রীর নির্দেশনা একটি জমিও অনাবাদি থাকবে না এ লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধান ও পাট চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat