×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-০৬
  • ২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাটে চেয়ারম্যান ও সদস্যদের প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা প্রত্যন্ত অঞ্চলে থাকা ইউনিয়ন পরিষদ গুলোতে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন। জয়পুরহাটে জেলা পরিষদ নির্বাচনে বর্তমানে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত ( মহিলা) আসনে সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর জয়পুরহাট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ করা হবে সকাল ৯ টা হতে বেলা ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে। জয়পুরহাট জেলা পরিষদেও নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। এরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রবীণ আওয়ামীলীগ জয়পুরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খাজা সামছুল ্অলম ও জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন। সংরক্ষিত আসনে সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে এখন ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনপ্রতিনিধিরা হচ্ছেন এ নির্বাচনের ভোটার। পাঁচ উপজেলা, পাঁচ পৌরসভা ও ৩২ ইউনিয়ন নিয়ে জয়পুরহাট জেলা গঠিত। স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। সে কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ গুলোতে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন। প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম বলেন জননেত্রী শেখ হাসিনা ্ আমাকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছেন। বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজকে আরও এগিয়ে নিতে আমি কাজ করতে চাই। এ জন্য ইউনিয়নে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছি। চেয়ারম্যান পদে অপর প্রার্থী জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন বলেন, ইউনিয়নে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছি। ভোট প্রার্থনায় কোন ধরনের সমস্যা হচ্ছেনা বলেও জানান তিনি। সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী সাবিনা চৌধুরী বলেন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়নে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন বলে জানান। নির্বচনী প্রচারণায় সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, জয়পুরহাট জেলা পরিষদের মোট ভোটার সংখ্যা হচ্ছেন ৪৯২ জন। এরমধ্যে পুরুষ ৩৭৫ ও মহিলা ১১৭ জন। জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ করা হবে সকাল ৯ টা হতে বেলা ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে বলেও জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat