×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বহুল কাঙ্খিত স্বস্তির বৃষ্টি বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান যদি সত্যিই মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি হতেন, তাহলে বঙ্গবন্ধুকে হত্যাকান্ডের পর ইনডেমনিটি আইন করে খুনিদের রক্ষা করতেন না। আসলে তিনি কখনই প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না।
জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ সোমবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ যৌথ ভাবে এই আলোচনা সভার আয়োজন করে। 
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি বলে জিয়া মুক্তিযুদ্ধা ছিলেন। তার কর্মকান্ডে সেটি প্রমান হয় না। যদি তিনি সত্যিই মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি হতেন তাহলে বঙ্গবন্ধুকে হত্যাকান্ডের পর ইনডেমনিটি আইন করে খুনিদের রক্ষা করতেন না। জিয়া যদি হত্যা কান্ডে জড়িত না থাকেন তাহলে তিনি খুনিদের বিচার কেন করেননি? তাদের বিচার করতে তার কি সমস্যা ছিলো?সে উল্টো তাদের পুরস্কৃত করেছিলো। তাদের রাষ্ট্রদূত বানিয়েছিলো।’
তিনি বলেন, জিয়া ৭৫ সালে  ক্ষমতায় বসে রাজাকার ও যুদ্ধাপরাধী এবং গণহত্যা ও অগ্নিসংযোগ এরনেতৃত্বদানকারিদের কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন। জিয়া মুক্তিযুদ্ধেরস্লোগান জয় বাংলা নিষিদ্ধ করে পাকিস্তান জিন্দাবাদ এর আদলে বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে এসেছিলেন। তিনি বঙ্গবন্ধুর ৭  মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন।যে ভাষনের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ গুলোর মধ্যে একটি হলো ৭ মার্চের ভাষন। একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কখনো এ কাজগুলো করতে পারে না। 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন,  বিএনপি-জামাত এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করে। তারা সন্ত্রাসী কর্মকান্ড ও অশুভ শক্তির উত্থান করে নিজেদের ফায়দা লুটতে চায়। এদের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে এবং সকলকে একসাথে এদের প্রতিহত করতে হবে। কেউ যদি দেশে খুনের রাজনীতি করে তাদের আমরা উপযুক্ত জবাব দেবো।আমরা আর হারাতে চাই না। আমরা অনেক হারিয়েছি।
বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সহ-সভাপতি প্রফেসর এ. কে. এম. সাইদুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সভাপতি কৃষিবিদ ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মসিউর রহমান হুমায়ূন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat