×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ-সৌদির যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন মহান মে দিবস পালিত জাতির পিতার সমাধিতে রেড ক্রিসেন্ট'র নবনিযুক্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে : প্রধান বিচারপতি হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী দক্ষিণ চীনে সড়ক ধসে ১৯ জন নিহত গোপালগঞ্জে বিদেশে রফতানীযোগ্য নতুন জাতের বাসমতি ধানের ফসল কর্তন উৎসব অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হলো না স্মিথ-ম্যাকগার্কের বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ফারুক হোসাইন (২৪), মো. জাহিদ হাসান (২৫), মো. ফয়সাল হোসেন ওরফে সিএনজি বাবু (৩৩), মো. জুয়েল (৩০) ও মো. রাজন (৩০)।
র‌্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবির শোয়েব জানান, মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি ছুরি, ৫টি মোবাইল ফোন সেট ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
র‌্যাবের এ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুক হোসাইন (২৪) ও মো. জাহিদ হাসানকে গ্রেফতার করে। একই রাতে র‌্যাব-১০ এর আরেকটি দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার কদমতলী ও শুভাঢ্যা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. ফয়সাল হোসেন ওরফে সিএনজি বাবু (৩৩), মো. জুয়েল (৩০) ও মো. রাজনকে (৩০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat