×
ব্রেকিং নিউজ :
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ইসরাইলি বাধা সত্ত্বেও গাজায় ত্রাণবহরের অগ্রযাত্রা অব্যাহত বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০৩-০৪
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কখনো ঐক্য হতে পারে না। খুনিদের সঙ্গে কোনো আপস নয়।
তিনি বলেন, যারা হত্যার রাজনীতি করতে চায়, তারা আবারো ষড়যন্ত্র শুরু করেছে। অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কামরুল ইসলাম আজ শুক্রবার জাতীয়প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের মুখপত্র সাপ্তাহিক দাবানল পত্রিকার সুবর্ণজয়ন্তী সংখ্যার প্রকাশনা উৎসবে এ সব কথা বলেন তিনি। জাতীয়নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশন এ প্রকাশনা উৎসবের আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে লড়াই করতে চাই। বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের একটি মোর্চা হতে পারে।
তিনি বলেন, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস নিয়ে বেড়ে উঠছিল যখন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় ছিল। তবে বর্তমান সরকারের আমলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে নতুন প্রজন্ম। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে একটি মহল। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করছে অপশক্তি। সবাইকে সতর্ক থাকতে হবে। ৭১ এর ঘাতকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই থাকতে হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না তাদের গণতন্ত্রের দরকার নেই।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ, শহীদ ক্যাপ্টেন এমন মনসুর আলীর সন্তান রেজাউল করিম, আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশনের সভাপতি এবং দাবানল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. শেহেরিন সেলিম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat