×
ব্রেকিং নিউজ :
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ইসরাইলি বাধা সত্ত্বেও গাজায় ত্রাণবহরের অগ্রযাত্রা অব্যাহত বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২১-০৬-০৯
  • ৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোতে নামার আগে অলিভার গিরুদের জোড়া গোলে শেষ প্রস্তুতি ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বিশ^ চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে ফরাসীদের জন্য দু:সংবাদ পায়ের চোট নিয়ে প্রথমার্ধের ৩৯ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে করিম বেনজেমাকে।
আগামী ১৫ জুন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে এফ গ্রুপ থেকে ইউরো মিশন শুরু করবে ফ্রান্স। গ্রুপ ম্যাচে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এবং হাঙ্গেরির মোকাবেলা করবে দলটি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ওই তিনটি ম্যাচ।
আনুমানিক প্রায় ছয় বছর নির্বাসিত থাকার পর এবার ফ্রান্সের জাতীয় দলে ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সি বেনজেমা। তবে তার পরিবর্তিত হিসেবে দলভুক্ত অলিভার গিরুদ প্রমান করেছেন কেন লেস ব্লুস দলকে এবারের টুর্নামেন্টের ফেভারিটদের একটি হিসেবে ভাবা হচ্ছে। ম্যাচের শেষভাগে জোড়া গোল দিয়ে তিনি ব্যক্তিগত আন্তর্জাতিক গোল সংখ্যা ৪৬টিতে উন্নীত করেছেন। ৩৪ বছর বয়সি এই তারকা এখন ফ্রান্সের সর্বকালের সর্বাধিক গোলদাতার অবস্থান থেকে মাত্র ৫ গোলের দূরত্বে রয়েছেন। ওই আসনটি এখনো থিয়েরি অঁরির দখলেই রয়েছে। তবে বেনজেমা ফিরলে তাকে হয়তো ফের ফিরতে হবে সাইডলাইনে।
সম্প্রচারক এমসিক্সকে গিরুদ বলেন,‘ মানুষ যখন আমাকে চাইবে, তখন সবচেয়ে গুরুত্বপুর্ন হচ্ছে কাজটি সম্পন্ন করা। সতীর্থদের কাছ থেকে আমি ভাল সহযোগিতা পেয়েছি। তারা জানে আমি বক্সের কোন দিকে যাচ্ছি, ফলে আমি ভালভাবেই শেষ কাজটি সম্পন্ন করতে পারি।’
আনুমানিক ৫০০০ দর্শকদের সামনে স্তাদে ডি ফ্রান্সে অনুষ্ঠিত ম্যাচের ২৯ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন আঁতোয়ান গ্রিজম্যান। বক্সের ভেতর বাইসাইকেল শটে বাজি মাত করেন তিনি। তার উল্টো শটের বলটি সফরকারী এক ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। এতেই প্রথমবারের মত সরাসরি ম্যাচ দেখার সুযোগ পাওয়া দর্শকরা মেতে উঠে উদযাপনে।
এর পরেই একটি বলে ঝুকিপুর্ন হেড করতে গিয়ে বেশ জোরেই মাঠে পড়ে যান রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। তার অবস্থা পর্যবেক্ষনের জন্য তাকে মাঠের বাইরে নিয়ে যান কর্তব্যরত টিম ডাক্তাররা। এর পরেই তাকে মাঠ থেকে প্রত্যাহার করে নেন কোচ দিদিয়ের দেশ্যম।
এদিকে রক্ষনাত্মক কৌশলের কারণে সফরকারী রক্ষনে গিয়ে বার বার ব্যর্থ হচ্ছিল কিলিয়ান এমবাপ্পে সহ স্বাগতিক স্ট্রাইকাররা। তবে অলিভার গিরুদের নৈপুণ্যের কাছে ব্যর্থ হয়েছে প্রতিপক্ষের সব কৌশল। ম্যাচের ৮৩ মিনিটে তিনি আদায় করেন ফ্রান্সের দ্বিতীয় গোল। নির্ধারিত সময়ের (৯০মি.) পর আরও একবার অভিজ্ঞতার ঝলক দেখান গিরুদ। বেন ইডারের পাস থেকে বল নিয়ে সোজা লক্ষ্যভেদ করেন তিনি। এতেই ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
এদিকে আরেক অনুশীলণ ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তরুণদের নিয়ে গঠিত স্পেন। অধিনায়ক সার্জিও বাসকুয়েটস কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ায় প্রথম একাদশের সব সদস্যকেই পাঠিয়ে দেয়া হয়েছে আইসোলেশনে। ম্যাচের চতুর্থ মিনিটেই হুগো গুইলারমো গোল করে এগিয়ে দেন স্পেনকে। ২০ মিনিট পর গোল করে ব্যবধান দ্বিগুন করেন এসি মিলানের ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। ম্যাচের বয়স আধাঘন্টা পেরুনোর সময় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আবেল রুইজ। তবে বিরতির থেকে ফেরার নয় মিনিট পর অসাধারণ এক ফ্রি কিক থেকে হুয়ান মিরান্ডার গোলে ৩-০ গোলের ব্যবধান রচনা করে স্পেন। ৭৩ মিনিটে জাভি পুয়াদোর গোলে ৪-০ গোলের জয় নিশ্চিত হয় স্প্যানিশদের। স্পেনের স্বস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আজই কোভিড টিকা প্রয়োগের কথা রয়েছে স্প্যানিশ দলের সদস্যদের। দলটি সোমবার সেভিয়ায় সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘ই’ গ্রুপ থেকে শুরু করবে ইউরো মিশন।
গতকাল অণুষ্ঠিত আরেক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পোল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat