×
ব্রেকিং নিউজ :
স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম : বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী নীলফামারীতে গোপন বৈঠককালে জামায়াতের তিন নেতা গ্রেপ্তার রবীন্দ্রনাথ বর্তমানে বিশ্বে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে : অর্থ প্রতিমন্ত্রী হাবিবের সেঞ্চুরিতে সুপার লিগের টিকিট পেল গাজী গ্রুপ টাঙ্গাইলে সম্প্রসারিত হয়েছে আদা ও হলুদ চাষের জমি গোপালগঞ্জে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে বোনা আমন আবাদের লক্ষ্যমাত্রা হালদা থেকে বালু উত্তোলন, ৪ জনের কারাদন্ড নড়াইলে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প চট্টগ্রামে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শুরু হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৫
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অভিনেত্রী মেহরান সানজানা দেশের মঞ্চ নাটকের পরিচিত একজন শিল্পী। বর্তমানে ওয়েব সিরিজ ও বড়পর্দার কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই।

২০০৯ সাল থেকে সানজানা নিয়মিত অভিনয় করেছেন মঞ্চ নাটকে। সেখান থেকেই শুরু। তারপর থেকে শুরু হয় নাটকে ও টিভিসিতে কাজ করা।

অভিনয়ের শুরুর গল্পটা জানাতে গিয়ে সানজানা বলেন, ছোট থেকেই অভিনয় ভালো লাগতো, কিন্তু পরিবারের ইচ্ছের বাইরে যেতে পারিনি। বড় হয়ে নিজের সিদ্ধান্ত যখন নিতে শিখলাম তখন একটা থিয়েটার দলে যুক্ত হই। সেই থিয়েটার দলের নাম ‘নোঙর’। কষ্টের বিষয় হলো যে কোনো কারণে দলটা বেশি দিন টিকেনি না। পরে নিজের কর্মব্যস্ততা, বিয়ে সংসারের জন্য শিল্পের জগত থেকে সরে আসি।

অভিনয় জগত থেকে সরে আসার আরও গল্প বলেন সানজানা, কাজ করতে চাই তাই অনেক পরিচালক সঙ্গে যোগাযোগ করি। কিন্তু কোনো সাড়া দেই না। এর মধ্যে অনেক অভিনেতাদের সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল, তারা কখনোই আমাকে কাজে ডাকেনি। সেই অভিমানটা আছে। এরপর একদিন আমার পার্টনার (স্বামী) শতাব্দী ভবকে বলেছিলাম, ‘তোমার তো অনেক ডিরেক্টর বন্ধু আছে, তাদের বলো আমাকে যেনো টুকটাক কাজে নেয়।’ তখন সে বললো, তুমি অভিনয় করবা? ঠিক আছে আমি ব্যবস্থা করছি। তারপর দিনই সে নিজেদের থিয়েটারের দল পালাকারের ফর্ম পূরণ করে দিয়েছে। এভাবেই শুরু হলো আমার নতুন করে অভিনয় জগতে পথচলা। এটা বলছি ২০১৬ সালের কথা।

সানজানা আরও বলেন, এরপর শুরু করি নতুন জার্নি। পালাকারে আমার প্রথম নাটক ‘নারীগণ’ দাসী চরিত্রে অভিনয় করি, এরপর বাংলার মাটি বাংলার জল, উজানে মৃত্যু। পালাকারের বেশ কিছু প্রজেক্টের সাথেও যুক্ত ছিলাম। অন্য প্রোডাকশনে কো-অর্ডিনেটর হয়ে কাজ করছি। এর পাশাপাশি অনস্ক্রিনে কাজ করছি টিভিসি ও ওভিসিতে। ওয়েব সিরিজ তিনটা করেছি।

মেহরান সানজানা তার কাজ ও অভিনয় সম্পর্কে বলেন, অভিনয় শিখেছি। নিয়মিত কাজ করতে চাই। ‘কাইজার’-এর মতো আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই। ওয়েব সিরিজে বেশি কাজ করার ইচ্ছে আছে।’

তিনি আরও বলেন, ‘দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই, যাতে দর্শকদের সময়টুকু না অপচয় না হয়। ভালো গল্প পেলে কাজ করব, যেখানে নিজেকে মেলে ধরার সুযোগ আছে। তাই যাচাই-বাচাই করে কাজ করি। গল্পই আমার সব। গল্প ভালো লাগলে কাজ করি না হলে করি না।’

বর্তমানে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় কাজ করছেন সানজানা। এর পাশাপাশি নিয়মিত কাজ করছেন নাটক ও ওয়েব সিরিজে। এছাড়াও তাকে দেখা যায় মঞ্চ নাটকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat