×
ব্রেকিং নিউজ :
দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী জেলহাজতে কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন রাঙ্গামাটিতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে : তথ্য প্রতিমন্ত্রী টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে : স্পিকার নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ঘোষণাপত্রের তাৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন রিমি
  • প্রকাশিত : ২০২৩-০৩-২২
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে অনবদ্য ১০০ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ৬০ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম শতকের নয়া রেকর্ড গড়েন মুশি।
রেকর্ড গড়া ইনিংসের সুবাদে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিং তালিকার চার ধাপ এগিয়েছেন মুশফিক। ৬৪৬ রেটিং নিয়ে ১৮তমস্থানে জায়গা করে নিয়েছেন তিনি, যা  ওয়ানডে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের পক্ষে এখন সেরা অবস্থান।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। ৩ ও ২৩ রান করেন তিনি। এতে তিন ধাপ পিছিয়ে ২২তমস্থানে নেমে গেছেন তামিম।
মুশফিক-তামিমের পর র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে ২৭তমস্থানে আছেন সাকিব আল হাসান। এই তালিকার সবার শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে আছেন সাকিব।
ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলিং তালিকার শীর্ষস্থান হারিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। তৃতীয়স্থানে নেমে গেছেন সিরাজ।
সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২১৫ রানের দারুন ইনিংস খেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৮৮৩। ৯১৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।
ওয়েলিংটন টেস্টে অনবদ্য ২০০ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস। ২০ ধাপ এগিয়ে ২৭তমস্থানে জায়গা করে নিয়েছেন নিকোলস।
বোলারদের তালিকায় ভারতের রবীচন্দ্রন অশি^ন ও অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন টিম ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat