×
ব্রেকিং নিউজ :
ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুরের বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা গোপালগঞ্জে গ্রাম পুলিশের 'বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ' শুরু মারমাদের জল উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হলো পাহাড়ের বৈসাবী উৎসব বরগুনায় সাংসদকে সংবর্ধনা ও মেয়র কাউন্সিলরদের অভিষেক বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে মানবিক হওয়ার আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আলবার্টা পার্লামেন্টে বাংলা নববর্ষ উদযাপিত বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ : স্পিকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা ২০ এপ্রিল নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্যোগ ডিজিটাল বাংলাদেশে’র অগ্রযাত্রা বিষয়ে শরীয়তপুরে “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” উদ্যমে জেলাপ্রশাসন শরীয়তপুরের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালির মাধ্যমে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুভ যাত্রা শুরু। র‌্যালী শেষে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনের আ¤্রকাননে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা মেলার উদ্বোধন করেন। পরে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টি ডিজিটাল স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শক্ষিা ও আইসিটি) মুহাম্মদ তালুত। এছাড়াও বক্তব্য রাখেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, পুলিশ সুপার মো: সাইফুল হক, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুর, এস এম আহসান হাবীব প্রমুখ।
মেলায় মেলায় ডিজিটাল বাংলাদেশ’কে গতিশীল করতে সরকারি বেসরকারি সেবা প্রদানকারী সংস্থা ৫০টি ডিজিটাল স্টলের মাধ্যমে সরাসরি সেবা প্রদান করে সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক সেবা প্রদান করছেন। মেলা চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, আমরা আশা করছি এ উদ্বাবনী মেলার মাধ্যমে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের সেবগুলো শুধু প্রদর্শনই করবেন না, সেবা প্রদান নিশ্চিত করে দর্শনার্থীদের মাধ্যমে সকল পর্যায়ের সাধারণ মানুষকে ডিজিটাল সেবা গ্রহণে আগ্রহী করে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat