×
ব্রেকিং নিউজ :
স্বাধীনতা আন্দোলনের পেছনে অন্যতম কারণ ছিল অর্থনৈতিক মুক্তি : শিল্পমন্ত্রী ভুটানের রাজাকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে বিজিবির রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী তথ্য কমিশন বাংলাদেশ ৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন কৃষিমন্ত্রীর অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী কুল চেইন উন্নয়নের জন্য সমন্বিত নীতির বাস্তবায়ন চান শিল্প উদ্যোক্তারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার চীনের সঙ্গে এফটিএ করতে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময়
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনীতে বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত ১৯ ভূমি মালিককে ২ কোটি ৭৩ হাজার ৭৫২ টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন ।
এসব প্রকল্প হচ্ছে-পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্প, চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপ লাইন প্রকল্প, সোনাপুর-সোনাগাজী-জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প, এবং ফেনী অর্থনৈতিক অঞ্চল শীর্ষক প্রকল্প।
প্রকল্পগুলো বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৯জনকে এ টাকা দেওয়া হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেনী সদরের ১১ জন, চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপ লাইন প্রকল্পে ৩ জন, নোয়াখালীর সোনাপুর -ফেনীর সোনাগাজী- চট্টগ্রামের জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পে সোনাগাজী উপজেলার ৪ জন, ফেনী অর্থনৈতিক অঞ্চল শীর্ষক প্রকল্পের ১ জনসহ মোট ১৯ জনকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোনেমা আক্তারের সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat