×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩৪ জন। আগের ২৪ ঘন্টায় ১০ হাজার ৯৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২১ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১ দশমিক ১১ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ১ দশমিক ২৭ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯৪ জন। শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯২১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ০৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat