×
ব্রেকিং নিউজ :
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানের প্রতি পর্যটনমন্ত্রীর নির্দেশ জাতির পিতার সমাধিতে অগ্রণী ব্যাংকের দুই ডিএমডির শ্রদ্ধা সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : ওবায়দুল কাদের কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট : তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না তাপদাহের কার সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ থিম্পুতে বাংলাদেশ ও ভুটানের পররাষ্ট্র বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেনা ঘাঁটিতে বিস্ফোরণের সময় আকাশে কোনো ড্রোন বা বিমান ছিল না : ইরাক তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন হামাস নেতা হানিয়াহ
  • প্রকাশিত : ২০২২-০৩-২০
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বাংলাদেশে আরো বেশি এলএনজি সরবরাহ করার জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত কাতারের নতুন রাষ্ট্রদূত সেরায়া আলী আল-কাহতানি এখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানিয়ে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য পারিবারিক ভিসা সহজতর করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর জন্য আকর্ষনীয় বেতন ও কাজের পরিবেশ দেয়ার জন্য তিনি কাতার সরকারকে ধন্যবাদ জানান।
মন্ত্রী রাষ্ট্রদূতকে জানান যে, বাংলাদেশ কাতারের আমিরকে বাংলাদেশে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে।
তিনি সুবিধাজনক সময়ে তাঁর সফরের ব্যবস্থা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
ড. মোমেন বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রদূতের মেয়াদকালে বাংলাদেশ ও কাতারের মধ্যে বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারিত হবে।
মন্ত্রী আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করার জন্য কাতার সরকারের প্রশংসা করেন। তিনি ফিফা বিশ্বকাপ ২০২২ আয়োজনের জন্য কাতার সরকারের প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি মন্ত্রীকে বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য কাতার সরকারের স্বার্থ সম্পর্কে অবহিত করেন।
রাষ্ট্রদূত স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অব্যাহত আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat