×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে উদ্ধার হওয়া খাল রক্ষায় নৌকা চালানোর পরিকল্পনা চসিকের ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতের পর নিখোঁজ ১২ জনকে খুঁজতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা ১৪১ সেরা করদাতার নাম প্রকাশ ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু আগামী ১৮ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনের তথ্য যুক্ত করার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সরকার দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেছেন ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির : ওবায়দুল কাদের কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, প্রতিরোধে কমিটি গঠন ও মনিটরিং জোরদারের উদ্যোগ নিতে হবে বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী : তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৩৪৪৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রূপে এখনও কাবু হন অগণিত দর্শক। বিয়ের পর ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে মার্কিন মুলুকে পাড়ি দেন বলিউডের ‘ধক ধক গার্ল।’ তবে তিনি এখন ভারতে। অভিনয় করছেন সিরিজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী জানান, ছোটবেলা থেকেই মাধুরীর লম্বা ও কোমর পর্যন্ত চুল ছিল। কিন্তু একবার দিওয়ালিতে তার চুলে আগুন ধরে যাওয়ায় ন্যাড়া হতে হয়েছিল তাকে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী ছোটবেলার তার কথা বলতে গিয়ে জানান, একবার দিওয়ালির অনুষ্ঠানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি। সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। ঠিক তখনই একটা বাজি থেকে মাধুরীর পুরো চুলে আগুন ধরে যায়। বন্ধুদের তৎপরতায় সেই আগুন নিভেও যায়, কিন্তু চুল পুড়ে ছারখার।
এরপর মা-বাবার কথা মতো ন্যাড়া হয়ে যান তিনি। তার পর বেশ কয়েক মাস লাগে নতুন চুল গজাতে। মাধুরীর ভাষায়, ‘বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম সেদিন। আমার চুল পুড়েছিল, মুখে কিছু হয়নি।’তারপর থেকেই নাকি বাজি থেকে দূরত্ব বজায় রাখেন মাধুরী। আগুনের প্রতিও ভয় রয়েছে তার।
তবে দিওয়ালি এলেই সেই কথা মনে করে আজও বুক কেঁপে ওঠে বলিউড তারকার। মাধুরীকে শেষ দেখা গিয়েছে ‘মজা মা’ ছবিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat