যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে ২২তম কমনওয়েলথ গেমসের প্রথম দিন আগামীকাল বৃহস্পতিবার চারটি ইভেন্টে পদকের লড়াইয়ে নামবে বাংলাদেশের এ্যাথলেটরা।
স্থাানীয় সময় বেলা ১২টায় বক্সিং ইভেন্টে রাউন্ড ৩২-এ ৬৩.৫-৬৭কেজি ওজন শ্রেনীতে মো: হোসেন আলী, ৬০-৬৩ কেজি ্রওজন শ্রেনীতে সৃুরা কৃষ্ঞা চাকমা ্ওবঙ ৫৪-৫৭ কেজি ওজন শ্রেনীতে মো: সেলিম হোসেন।
এর আগে সকাল ৯টায় জিমন্যাস্টিকস ইভেন্টে(পুরুষ দলগত এবং অল ইনডিভিজুয়াল কোয়ালিফিফিকেশন রাউন্ডে খেলতে নামবে শিশির আহমেদ, আবু সাঈত রাুিপ এবং আলী কাদের হক।
সকাল দশটা ৩০ মিনিটে সাঁতার (নারী) ইভেন্টে ৫০ মিটার বেস্টস্ট্রোকের হিটে পুলে নামবে মোসাম্মৎ মরিয়াম আক্তার।
এর আগে সকাল সাড়ে ৯টায় পুরুষ দলগত টেবিল টেনিস ইভেন্টে কোয়ালিফাইয়িং রাউন্ডে বাংলাদেশের হয়ে লড়াই করবে মোহতামিসন আহমেদ হৃদয়, রআমহিমলিয়ান বাওয়ান, মো: রিফাত মাহমুদ সাব্বির এবং মুফরাদুল খায়ের হামজা।