×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বহুল কাঙ্খিত স্বস্তির বৃষ্টি বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আবদুল হাইয়ের অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ২৩৪৩৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, মির্জা ফখরুল যে সমস্ত কথাবার্তা বলছেন, এসব কথার কোন ভিত্তি ও যৌক্তিকতা নেই। একটা দািিয়ত্বশীল পদে থেকে এভাবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার কোন মানে হয় না। 
নতুন বছরের পথচলায় এই সমস্ত অসত্য কথা বলে জাতিকে বিভ্রান্ত করার পথ পরিহার করতে বিএনপি’র নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন হানিফ।     
তিনি বলেন, ‘নতুন বছরে এদেশের মানুষ অতিতের সকল গ্লানি ধুয়েমুছে নবউদ্যোমে যাত্রা শুরু করবে আমরা- এমনটায় প্রত্যাশা করি। সকলে আমরা মিলেমিছে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো- এটাই আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে, সবাই একসাথে কাজ করার সময় অহেতুক অসত্য কথা বলে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি অনুরোধ রইলো।’ 
আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন । 
‘এখন আর কারো উপর নির্ভর করা যাবে না, নিজেদের শক্তি দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে’- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি নেতারা বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য বিদেশী শক্তির উপর নির্ভর করে, তাদের সহায়তায় যে ষড়যন্ত্র করেছিল- মির্জা ফখরুলের স্ব^ীকরোক্তীতে সেটা প্রমাণ হলো। এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদও জানান হানিফ।
হানিফ বলেন, আওয়ামী লীগের এখন মূল লক্ষ্য হচ্ছে সংগঠনকে গুছিয়ে ঐক্যবদ্ধ করা। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে যে ছোটখাটো বিভেদ সৃষ্টি হয়েছে, কোন কোন জায়গায় অনৈক্য হয়েছে সেগুলোকে সাংগঠনিক ভাবে দ্রুত নিরসন করে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করা। আগামী ২০২৫ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে উপজেলা নির্বাচনের পরে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা  ও জেলা পর্যায়ে সকল মেয়াদ উত্তীর্ণ কমিটির কাউন্সিল করা হবে বলেও জানান হানিফ। 
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের  তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব ও বিএফইউজে’র সহসভাপতি  আফরোজা আক্তার ডিউসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat