×
ব্রেকিং নিউজ :
প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন নিয়ে ভোলার চরফ্যাশনে অবহিতকরণ সভা রাঙ্গামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন কুমিল্লার নাঙ্গলকোটে ৬ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা ২০২৪ ফিরে গেল মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপির ২৮৮ সদস্য মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ ডুপন্ট বাংলাদেশে বর্জ্য পানি পরিশোধন করতে চায়
  • প্রকাশিত : ২০২৩-০২-০৪
  • ১৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের কাজ।
আজ শনিবার দুপুরে জেলার ভেদরগঞ্জ উপজেলার নবনির্মিত উপজেলা অডিটরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ইতিপূর্বে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিদেশ থেকে তৈরী করতে হতো। বর্তমান নির্বাচন কমিশন অর্থের সাশ্রয় করতে দেশেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরী করছে।
ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগন।
এ সময় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ ২৮ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়। আগামী ৬ ফেব্রুয়ারি  থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৩ ইউনিয়ন ও এক পৌরসভায় পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এ ধাপে উপজেলার ১ লাখ ৮৪ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat