×
ব্রেকিং নিউজ :
গাজাসহ অন্যান্য বৈশ্বিক ইস্যুর কারণে রোহিঙ্গা ইস্যু যেন বিলীন হয়ে না যায়: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার : পরিবেশমন্ত্রী পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন : হাইকোর্ট ঢাকা ছাড়লেন কাতারের আমির কৃষি জমির মাটি কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে হাইকোর্ট নির্দেশ পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে একটি সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে : নানক গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৫০ ভাগ ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন নড়াইলে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড
  • প্রকাশিত : ২০২৩-০১-১৭
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) আয়োজনে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর ময়মনসিংহ বিভাগের আন্ত:জেলা পর্ব শুরু হয়েছে।
আজ স্থানীয় রফিক উদ্দিন স্টেডিয়ামে সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক এসোসিয়েশনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে ফুটবল তরুণ বিভাগে শেরপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা দল ৩ পয়েন্ট অর্জন করে। অপর ম্যাচে শেরপুর জেলা দলকে ২-০ গোলে হারায় নেত্রকোণা জেলা দল।
তরুণী বিভাগে শেরপুর জেলা দলকে ৪-০ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা দল ৩ পয়েন্ট অর্জন করে। নেত্রকোণা জেলা বনাম শেরপুর জেলা দলের মধ্যকার অপর ম্যাচটি গোলশুন্য ড্র হয়।
ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মমতাজ উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুওয়ান। এছাড়াও চার জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে বিভাগে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ দ্বিতীয় পর্বে ৫টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহে ১৭-১৮ জানুয়ারি ফুটবল, ১৯ জানুয়ারি এ্যাথলেটিকস এবং ২০ জানুয়ারি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেরপুর জেলা সদরে ব্যাডমিন্টন ও দাবা খেলার প্রতিযোগিতা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat