×
ব্রেকিং নিউজ :
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের লস এ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিচ্ছেন ফরাসি তারকা গিরুদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন বিচারপতি নিয়োগ আগামীতে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট : ধর্মমন্ত্রী কুমিল্লায় সূর্যমুখী চাষে কৃষকের আগ্রহ বাড়ছে গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ ॥ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার থাইল্যান্ডের পথে প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটক আট জঙ্গিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ড শেষে আট আসামিকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, আরাফাত রহমান ওরফে শামস, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের, সবুর ওরফে সাদ, ওমর ফারুক, মীর ফরিদুল হক ও মোহাম্মদ হানিফ।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক মুহাম্মদ মুসাদ্দিমুল হক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
এরআগে গত ১৫ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার মামলায় আদালত তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, এ মামলায় গ্রেফতারকৃত এজাহারভূক্ত আসামি জাকির হোসেন ওরফে ইব্রাহিমকে গত ১৭ নভেম্বর দু’দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে জানায়, আনসার আল ইসলামের মাস্টারমাইন্ড খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, আব্দুস সবুরসহ আরও ২০ থেকে ২৫ জন সদস্য পুরো সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। তারা গোপন অ্যাপস ব্যবহারের মাধ্যমে জেলখানা থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর এ সংগঠনের জঙ্গি সদস্যরা আদালত প্রাঙ্গণ থেকে দু’আসামিকে ছিনতাই করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat