×
ব্রেকিং নিউজ :
এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত লালমনিরহাট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের শ্রদ্ধা জয়পুরহাট রেলের ৭২০০ স্কয়ার ফিট জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কিরগিজস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ আনু মুহাম্মদের চিকিৎসায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী এডিসের লার্ভা পেলে জেল ও জরিমানা করা হবে: ডিএনসিসি মেয়র ন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন প্রধানমন্ত্রীর কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান যুক্তরাজ্যের (ইউকে) ব্যবসায়ীদের রিসাইক্লিং শিল্পসহ বাংলাদেশের পরিবেশবান্ধব খাতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে আয়োজিত ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিনিয়োগের জন্য বাংলাদেশ যে অনুকূল পরিবেশ তৈরি করেছে তা থেকে যুক্তরাজ্যের উদ্যোক্তারা অনেক উপকৃত হতে পারেন।’ 
আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
সালমান তার বক্তৃতায় বলেন, রিসাইক্লিং শিল্পে বিশেষ করে পোশাক খাতে রিসাইক্লিং (পুনর্ব্যবহার) করার জন্য বাংলাদেশের বিপুল বিনিয়োগ প্রয়োজন।
বর্তমানে সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) বিষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ইএসজি ঝুঁকি ব্যবস্থাপনা এবং এসব সুযোগের দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে।
সালমান এফ রহমান বলেন, সরকার ইতিমধ্যে বিদেশী বিনিয়োগকারীদের জন্য মুনাফা স্বদেশে ফেরত নেওয়ার বিষয়টিকে অনেক সহজ করেছে এবং এখন তালিকাভুক্ত কোম্পানির মুনাফা ফেরত নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বাংলাদেশের পরিবেশবান্ধব ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের জন্য লাভজনক বিনিয়োগের সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও অন্যান্য সহায়তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান এবং ভারত ও ইন্দো প্যাসিফিক ওশান ডিরেক্টরেটের (এফসিডিও) পরিচালক বেন মেলর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখীকরণের গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat