×
ব্রেকিং নিউজ :
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রতি রাষ্ট্রপতি’র অভিনন্দন গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ মেহেরপুরে বিদেশ ফেরত অভিবাসীদের বিষয়ে সেমিনার পীরগঞ্জ প্রেসক্লাবে ড. এম এ ওয়াজেদ মিয়া পাঠাগারে স্পিকারের বই উপহার ই-জিপি বাস্তবায়ন সম্পর্কে জানতে তানজানিয়ার প্রতিনিধিদল ঢাকায় ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই : ওবায়দুল কাদের আত্মতুষ্টি নয়, আগামী পাঁচ বছর দেশ পাহারা দেবো : পররাষ্ট্রমন্ত্রী সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শোকের মাস আগস্টের শেষ দিনেও শোকার্ত মানুষের ঢল নেমেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে। সকাল থেকেই শোকার্ত মানুষ বঙ্গন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন বয়সের মানুষের ভিড় বাড়তে থাকে।
এ বছরের আগস্ট মাস জুড়েই বঙ্গবন্ধু সমাধিতে শোকার্ত মানুষের সমাগম ছিল সবচেয়ে বেশি। আগস্টের প্রথম দিন থেকেই বঙ্গবন্ধুর সমাধিসৌধে শোকার্ত মানুষের ঢল নামে। এটি শেষ দিন পর্যন্ত অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত রয়েছে। শোকার্ত মানুষ টুঙ্গিপাড়া এসে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেছেন। বঙ্গবন্ধুর জন্য শোকাশ্রুপাত করেছেন। শোকাবহ আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব, বিভিন্ন দপ্তর, বাহিনী, ও প্রতিষ্ঠানের প্রধানগণ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
চট্ট্রগামের রাঙ্গুনিয়ার বাসিন্দা আলহাজ¦ মোজাফ্ফর হোসেন (৬৫) বলেন, টুঙ্গিপাড়া আমাদের ইমশনের জায়গা। এখানে আসলে আমরা আবেগে আপ্লুত হয়ে পড়ি। পিতা এখানেই জন্ম গ্রহণ করেছিলেন। এখানেই ঘুমিয়ে আছেন। তাই টুঙ্গিপাড়া এখন আমাদের তীর্থ ভূমি। শোকের মাসে টুঙ্গিপাড়া এসে শোকাবহ পরিবেশে পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তার জন্য দোয়া-মোনাজাত করেছি। আল্লাহর কাছে কেঁদেছি। ৭৫ এর ১৫ আগস্টের ঘটনা কারবালার ঘটনাকেও হার মানিয়েছে। তাই বিদেশে পলাতক খুঁনীদের বাংলাদেশে ফিরিয়ে এসে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।
ময়মনসিংহের ফুলপুরের মোজাম্মেল হক (৫৫) বলেন, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এক আত্ম। এটিকে বিচ্ছিন্ন করা যায়না। খুঁনীরা বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়ার প্রত্যন্ত গ্রামে কবর দিয়ে তাকে চিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু খুঁনীদের সেই উদ্দেশ্য সফল হয়নি। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে চিরন্তন বঙ্গবন্ধু আরো সজিব। তিনি আমাদের প্রতিটি লড়াই সংগ্রামে পথ দেখান। ষড়যন্ত্রের বিরুদ্ধে সহস যোগান। বঙ্গবন্ধু আমাদের মাঝে ছিলেন, আছেন ও থাকবেন চিরন্তন প্রেরণার উৎস হয়ে। তাই শোকের মাসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। শোককে শক্তিতে রূপান্তর করেছি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করব বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকীতে এটাই আমদের অঙ্গীকার।
বঙ্গবন্ধু সমাধিসৌধের কিউটের মোঃ নুরুল ইসলাম বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে ৭৫ এর ১৫ আগস্ট স্বপরিবারে হত্যা করে। ১৬ আগস্ট বঙ্গবন্ধুকে পিতা মাতার কবরের পাশে টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয়। ২০০১ সালের ১০ জানুয়ারি টুঙ্গিপাড়ায় নব নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে বিদেশসহ দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন আসেন। কিন্তু পদ্মা সেতু চালুর পর ২০২২ সালের শোকের মাসে টুঙ্গিপাড়ায় সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে। তারা বঙ্গবন্ধুর সমাধিতে বিন¤্র শ্রদ্ধা জানিয়েছেন।
সমাধিসৌধ কমপ্লেক্সে মসজিদের পেশ ইমাম মাওলানা নওয়াব আলী বলেন, এমাসে গড়ে প্রতিদিন ১ শ’ সংগঠন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে। এছাড়া প্রতিদিন মন্ত্রী, এমপি, সচিব, বিচারপতি, সিটি কর্পোরেশন মেয়র, জেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন দপ্তর, বাহিনী ও প্রতিষ্ঠানের প্রধানগণ বঙ্গবন্ধুর সমাধিতে শোকের মাস আগস্টে শ্রদ্ধা জানিয়েছেন। এ মাসের ছুটির দিন গুলোতে শোকার্ত মানুষ টুঙ্গিপাড়ায় বেশি এসেছেন। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজ করেছেন। তাঁরা বঙ্গবন্ধুর জন্য অশ্রুপাত করেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তিনি টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্ম গ্রহণ করে আমাদের গর্বিত করেছেন। ঘাতকরা ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু নিথর মৃত্যুহীন দেহ নিয়ে টুঙ্গিপাড়ার জন্ম মাটিতেই ফিরে আসেন। তার সমাধিসৌধটি এখন অমর সমাধিসৌধ। প্রিয় নেতার প্রতি এ বছরের শেকের মাসে সব চেয়ে বেশি মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat