×
ব্রেকিং নিউজ :
রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২২-০৭-২৯
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদকের লড়াই শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। প্রথম দিনে আজ বাংলাদেশকে জয়ের স্বস্তি এনে দিয়েছে টেবিল টেনিস (টিটি) দল। ছেলেদের দলগত প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাংলাদেশকে জয় এনে দেন হৃদয়-রামহীম জুটি।  এনইসি হলে ডাবলসের প্রথম ম্যাচে তারা ৩-০ সেটে  ফিজিকে  পরাজিত করেন । হৃদয়-রামহিম ১১-৭, ১১-৫, ১১-৪ গেমে জয় লাভ করেন।
দ্বিতীয় ম্যাচে সিঙ্গেলসে বাংলাদেশের রিফাত মাহমুদ সাব্বির একই ব্যবধানে জয় তুলে নেন। তৃতীয় ম্যাচে হৃদয়ের জয় তুলে নেন। 
এরপর  আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পরের ম্যাচে গায়ানাকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশ দল। 
ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল উপস্থিত তেকে খেলা  উপভোগ করেন  খেলোয়াড়দের  সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ।
এদিকে জিমন্যাস্টিকসে আশার আলো দেখিয়েছেন আলী কাদের হক। নিউজিল্যান্ড প্রবাসী এই জিমন্যাস্ট বাছাই পর্বে নিজের বিভাগে ১৩.৭ স্কোর তুলেছেন। সর্বোচ্চ যেখানে ১৪। মূল পর্বে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে তার। 
 অপর দুই প্রতিযোগী সাইদ আহমেদ রাফি ও শিশির আহমেদ প্রত্যাশা পূরণ করতে পারেননি।
জিমন্যাস্টিকস  কর্মকর্তা হাবিবুর রহমান জামিল  জানিয়েছেন, জিমন্যাস্টিকসে  বাছাই পর্বে সবগুলো দলকে তিনটি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ১ নম্বর সাব ডিভিশনে। আলী কাদের লড়েছেন ভোল্ট ও ফ্লোর ইভেন্টে। যেখানে ভোল্টে দ্বিতীয়, ফ্লোরে তৃতীয় হয়েছেন তিনি। 
আজ দিনভর বাকি দুটি সাব ডিভিশনের খেলা হবে। যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ডের মতো দল আছে। সব মিলিয়ে হবে সেরা আট। যারা মূল পর্বে খেলবে। 
আলী কাদের সেরা আটে খেলবে এমনটাই আশা বাংলাদেশের। জামিল বলেন, ‘আমাদের টার্গেট ছিল সেরাটা দেয়া। আশা করছি ভালো কিছু হবে। সেরা আটে যাওয়ার জন্য আলী কাদেরের সম্ভাবনা আছে। এখানে সবারই মূল লক্ষ্য সেরা আটে যাওয়া।’
এদিকে সাঁতারের পুল থেকে অবশ্য আজ ভালো খবর আসেনি। স্যান্ডওয়েলের অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে চার নম্বর হিটে বাংলাদেশের সাতাঁরু মাহমুদুন নবী নাহিদ আটজনের মধ্যে হয়েছেন অষ্টম। হিটেই বাদ পড়া বাংলাদেশের এ সাতাঁরু ১০০ মিটার বাটারফ্লাইয়ে পুলে নামবেন ১ আগস্ট। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুই নম্বর  হিটে নামা মরিয়ম আক্তার নিজের হিটে সাত জনের মধ্যে পঞ্চম হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat