×
  • প্রকাশিত : ২০২২-০৭-২৫
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) জেলার কোটালীপাড়া উপজেলায় জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ণ একাডেমি হল রুমে গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটি উদ্বোধন করেন।
এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের সভাপতিত্বে সেমিনারে এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ, জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, বিজন বিশ^াস, তুষার মধু, রাফেজা বেগম, ভীম চন্দ্র বাগচী বক্তব্য রাখেন।
সেমিনারে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ আরো টেকসই ও দীর্ঘস্থায়ী করণে জন্য বক্তারা তাদের মতামত তুলে ধরেন।
এর আগে পল্লী উন্নয়ণ একাডেমি হল রুমে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলজিইডির কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat