×
ব্রেকিং নিউজ :
জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন তাপপ্রবাহে টুঙ্গিপাড়ায় প্রশান্তির নীড় ‘কৃষক সেড’ দিনাজপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেরেবাংলার অসীম মমত্ববোধ, কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রডের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেডকে আধুনিকায়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর ও মানসম্মত টেকসই সমন্বিত স্টিল মিল স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আজ এ কথা জানানো হয়।
কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ, কে এম ফজলুল হক, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ এবং বেগম পারভীন হক সিকদর সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রধান বয়লার পরিদর্শক পদ দ্বিতীয় গ্রেডে উন্নীতকরণ এবং প্রধান বয়লার পরিদর্শক কার্যালয়কে বয়লার প্রকৌশল অধিদপ্তরে রুপান্তর, সরকারী কর্মকর্তাদের প্রগতির গাড়ী কেনার বিষয়ে সরকারী সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, আরএডিপিতে গৃহীত নতুন প্রকল্পসমূহের বর্তমান অবস্থা এবং চিনি শিল্প নিয়ে কমিটিতে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কমিটির দশম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি বিশদভাবে পর্যলোচনা করা হয়।
সভায় আখ চাষকে উৎসাহ প্রদানের লক্ষ্যে আখ চাষীদেরকে বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে, আখের দাম বাড়ানোর পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বর্তমানে রডের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেডকে আধুনিকায়নের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর ও মানসম্মত টেকসই সমন্বিত ষ্টীল মিল স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আগামী ২/১ মাসের মধ্যে সুবিধাজনক সময়ে সভার চামড়া শিল্প এবং ঘোড়াশাল শিল্পাঞ্চল সরেজমিনে পরির্দশন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat