নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর রমনা পার্কের লেক থেকে অজ্ঞাতপরিচয় একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় লাশটি উদ্ধার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে রমনা থানার এসআই খোরশেদ আলম জানান, সকালে লেকে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।