×
ব্রেকিং নিউজ :
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ইসরাইলি বাধা সত্ত্বেও গাজায় ত্রাণবহরের অগ্রযাত্রা অব্যাহত বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৩৪৪৫৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে পিরোজপুর জেলার জন্য ১১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জেলার ৭ উপজেলার ধর্মীয় অবকাঠামো সংস্কার এবং উন্নয়নের লক্ষ্যে এ টাকা বরাদ্দ দিয়েছে।
এ বরাদ্দকৃত অর্থ থেকে মসজিদ, মন্দির, প্যাগোডা, চার্চ, কবরস্থান,শ্মশান, গুরুদুয়ারা এবং ঈদগাহ এর অবকাঠামো সংস্কার ও উন্নয়ন করা যাবে। জেলার প্রতিটি ইউনিয়নের জন্য ২০ লক্ষ টাকা এবং একই ভাবে ৪টি পৌরসভার প্রতিটির জন্য ২০ লক্ষ টাকা খরচ করা যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলী আক্তার হোসেন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নের জন্য নূন্যতম ৩ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা যাবে।  বরাদ্দকৃত এ অর্থ ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে মাদ্রাসা, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্য কোন সামাজিক প্রতিষ্ঠান সংস্কার বা উন্নয়নে ব্যয় করা যাবে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছত্তার হাওলাদার বলেন স্থানীয় পর্যায়ে সমাজের কল্যাণ ও সংহতি সুসংহত করতে ধর্মীয় বিষয়ক অবকাঠামো সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের ডিও পত্রের সুপারিশের আলোকে জিএসআইডিপি-৩ নামের একটি নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এ প্রকল্প থেকে জেলার অনেক মন্দির মসজিদ শ্মশান কবরস্থান এর উন্নয়ন ও সংস্কার করা সম্ভব হবে। এ বছর থেকে এসব প্রকল্প বাস্তবায়নের কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শুরু করবে এবং যথা সময়ে শেষ করবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর সদর উপজেলা প্রকৌশলী হরষিত সরকার বলেন আমরা ইতোমধ্যেই এ প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছি। পিরোজপুর জেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক শিকদার চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, তার সরকার সকল ধর্মের ধর্মীয় অবকাঠামো সংস্কার ও উন্নয়নে বদ্ধপরিকর বলেই এ ধরনের একটি প্রশংসনীয় প্রকল্প বাস্তবায়ন শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat