×
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৫৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার সদর উপজেলায় আজ ১২টি ইউনিয়ন, সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ও একযোগে সচেতনমূলক র্যা লি ও লিফলেট বিতরণ এবং মশক নিধন অভিযান শুরু হয়েছে। 
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। 
এর আগে, সদর উপজেলার সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক র্যা লি অনুষ্ঠিত হয়। 
এ বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, সদর উপজেলার ১২ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নয় দিনব্যাপী মশার ওষুধ ছিটানো হবে। এজন্য ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে ফগার মেশিন ও মশা মারার ঔষধ দেয়া হয়েছে। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে একদিন করে এ কার্যক্রম চলবে। তিনি জানান, সদর উপজেলার মাসিক উন্নয়ন সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে উপজেলা ও পৌরসভার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 
মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্ল্যাহ খোন্দকার, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্ল্যাহ বিকম, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat