×
ব্রেকিং নিউজ :
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু জয়পুরহাটে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জ সদর উপজেলায় ২১২ প্রাণির ভ্যাক্সিনেশন প্রয়োগ ভোলায় ৭ হাজার ৭২৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে উচ্চপর্যায়ের কমিটি হাইকোর্টের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে : পরিবেশমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্ত মন্ত্রী বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার আর অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে : পররাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৭৭৫৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে এতে আশানুরূপ ফলনও পাচ্ছে কৃষক। বাড়ির আঙ্গিনায় ঝোপঝাড় বা বাড়ির পাশের পতিত পালানে ও পতিত জায়গায় বস্তায় জৈব সার মিশ্রন মাটি দিয়ে সারি সারি করে আদার চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষে অনেকেই আগ্রহ দেখাচ্ছে। উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের বাড়ির আঙ্গিনায় এক টুকরো জায়গা  আছে বা একটু খানিক পতিত পালান রয়েছে তাকে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে বস্তায় আদা চাষে। এতে  উপজেলার কৃষক কৃষাণীরা এই পদ্ধতিতে আদা চাষে উৎসাহ বাড়ছে। অনেকে আবার এই পদ্ধতি ব্যবহার করে আদা চাষ শুরুও করেছে। 

এই পদ্ধতি ব্যবহার করা একজন কৃষকের নিকট থেকে জানা গেছে তিনি তার বাড়ির আঙ্গিনায় ১শত ৭০ টি বস্তায় সে আদা চাষ করছে। চলতি মৌসুমে এই পদ্ধতি ব্যবহার করে আশানুরুপ ফলন পাবে বলে তিনি জানান। তিনি আরো বলেন আদা বীজ, জৈব সার,  রাসায়নিক সার, মাটি ও বস্তা সব মিলে খবচ হয় প্রতি বস্তায় ১২ থেকে ১৩ টাকা। তিনি আশা করছেন প্রতিটি বস্তা হতে এক থেকে দের কেজি আদা ফলন পাবে। এই পদ্ধতিতে আদা চাষ করতে মাঝে মধ্যে পরিচর্যা ছাড়া আর কোনো খরচ করতে
হয় না। তিনি আরো বলেন তার উৎপাদিত আদা সারা বছর পরিবারে খাবারের জন্য রেখে অবশিষ্ট বাজারে বিক্রয় করে পরিবারে আর্থনৈতিক জোগান দিতে পারবে।  

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন তার বিভাগ থেকে কৃষকদের বস্তায় আদা চাষে পরামর্শ ও উৎসাহ দেওয়া হচ্ছে। 
উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের অনাবাদী ও পতিত পালানে বা বাড়ির আঙ্গিনায়   আদা চাষের পদ্ধতি শেখানো হচ্ছে। যাতে করে কৃষকেরা এই পদ্ধতিতে আদা চাষ করে তাদের   নিজ পরিবারের চাহিদা  মিটাতে পার।  এই পদ্ধতিতে আদা চাষ করলে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি বাজারে আদার দামও কিছুটা কমে যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat