×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৫
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনে রাজনৈতিক ইভেন্ট ‘দুই অধিবেশন’ অর্থাৎ ১৪তম ন্যাশনাল পিপল’স কংগ্রেস এবং ১৪তম ন্যাশনাল কমিটি অফ দ্য চাইনিজ পিপল’স পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার লক্ষ্য হলো, ‘দুই অধিবেশন’ সম্পর্কে একটি ব্যাপক এবং সঠিক ধারণা আন্তর্জাতিক প্রেক্ষাপটে শেয়ার করা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) স্থানীয় সময় সকালে চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের অডিটোরিয়ামে অনলাইন এবং অফলাইনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজন করে চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের অধীনে পরিচালিত চায়না একাডেমি অফ ম্যাক্রো ইকোনমিক রিসার্চের জেনারেল অফিসের ডিরেক্টর প্রফেসর ইয়াং চ্যাংইয়ং।

চীনে ‘দুই অধিবেশন’ নিয়ে আলোচনা সভা

রিসার্চ সেন্টার ফর পিপল-টু-পিপল ডিপ্লোম্যাসির পরিচালক তাং লান এর পরিচালনায় এ সময় বক্তব্য দেন, চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সভাপতি অ্যাম্বাসেডর লিন সংথিয়ান, চীনে আমেরিকান চেম্বার অফ কমার্সের সভাপতি মাইকেল হার্টসহ আরও অনেকে।

আলোচনা সভার মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিনিধিরা চীনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইভেন্ট ‘দুই অধিবেশন’ সম্পর্কে একটি ব্যাপক এবং সঠিক ধারণা লাভ করতে পারে। পাশাপাশি চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দেশি ও বিদেশি নীতিগুলোর সাধারণ প্রবণতা, পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব এবং বিশ্বাস বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর করা এবং সাধারণ উন্নয়ন অর্জন করাও এই আলোচনার সভার উদ্দেশ্য।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের চেম্বার অব কমার্সের প্রতিনিধি, বহুজাতিক কোম্পানি প্রতিনিধি, মিডিয়া কর্মী, থিঙ্ক ট্যাঙ্ক, তরুণ স্কলার, চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর প্রাদেশিক কর্মকর্তাসহ প্রায় ৩০০ জন প্রতিনিধি এই আলোচনা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat