×
ব্রেকিং নিউজ :
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু জয়পুরহাটে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জ সদর উপজেলায় ২১২ প্রাণির ভ্যাক্সিনেশন প্রয়োগ ভোলায় ৭ হাজার ৭২৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে উচ্চপর্যায়ের কমিটি হাইকোর্টের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে : পরিবেশমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্ত মন্ত্রী বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার আর অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে : পররাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলায় আজ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদ আয়োজিত জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি’র মোট ৫৬২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও ৭ জন গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়।
প্রধান অতিথি তোফায়েল আহমেদ বলেন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান একটি শুভ উদ্যেগ। এখান থেকে আগামী দিনে শিক্ষার্থীরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, আমিও একসময় ছাত্র ছিলাম। স্কুল, কলেজ হয়ে বিশ^বিদ্যালয়ে লেখাপড়া করেছি। এসময় সকল কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের শুভেচ্ছা জানান প্রধান অতিথি।
জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি’র ৩০২ জন ও এইচএসসি’র ২৬০ জন শিক্ষার্থীসহ মোট ৫৬২ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া গুণী সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অষ্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আলম, অষ্ট্রেলিয়ার সিকিউ ইউনির্ভাসিটি’র সহযোগী অধ্যাপক ড. ওলাভ মুরলিংক,অষ্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি’র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. ফিরোজ আলম, অষ্ট্রেলিয়ার জেডএনআরএফ ইউনিভার্সিটি অফ ম্যানেজম্যন্ট সাইন্সেস’র এ্যাডজান্ট প্রফেসর ড. মাসুদ ঈসা ও ঢাকা আদর্শ প্রাণিশেবা লিমিটেড’র ব্যাবস্থাপনা পরিচালক ফিদা হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat