ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার ভোরে একাধিক বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। মেয়র ভিতালি ক্লিটসকো এ কথা জানান।তিনি এক টেলিগ্রামে বলেন, ‘শহরের ডানিয়েটস্কি ও ডিপ্রোভস্কি এলাকায় বেশ কয়েকটি বিষ্ফোরণ হয়েছে, অগ্নিনির্বাপক দল সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
#
bcnews24.com
Managing Director: Md. Abul Barkot ,Web: www.bcnews24.com, নিউজের জন্য-bcnews24info@gmail
bcnews24@gmail.com
01711351581