×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২২-০২-১১
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের জন্য পিছিয়ে পড়া ত্রিপুরা সম্প্রদায়ের জনগোষ্ঠীর সাথে জনসংযোগ স্থাপন উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় লালমাই পাহাড়ের পাদদেশে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইনস্ট্রাক্টর মোহাম্মদ আইয়ুব, সিনিয়র ইনস্ট্রাক্টর মো. কামরুল হাসান, ইনস্ট্রাক্টর জগদীশ চন্দ্র দাস এবং ত্রিপুরা সম্প্রদায়ের ১০০ জন নারী-পুরুষ।
এই সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, উঠান বৈঠক উপস্থিত ত্রিপুরা সম্প্রদায়ের সবাইকে বিদেশ যাওয়ার পূর্বে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পরামর্শ দেন। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এ ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন।
এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। তিনি আরপিএল-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উইং এবং বায়রার কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন।
এই সময় দেবব্রত ঘোষ প্রশিক্ষণ নিয়ে সরাসরি সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার বিষয়ে সকলকে উৎসাহিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat