×
ব্রেকিং নিউজ :
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের ইসরাইলি বাধা সত্ত্বেও গাজায় ত্রাণবহরের অগ্রযাত্রা অব্যাহত বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না’ এ স্লোগানকে সামনে রেখে বগড়–ায় গৃহহীনদের জন্য আশ্রয়াণ প্রকল্প-২ এর আওতায় বগুড়ার ১২ টি উপজেলায় ৫০১টি গৃহ বরাদ্দের কাজ এগিয়ে চলেছে। আশ্রয়াণ-২ প্রকল্পের অধীনে প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত রেভিনিউ ডেপুটি কালেক্টর সাহাদৎ হোসেন জানান, বগুড়ায় এবার তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে জেলার ১২ টি উপজেলায় গৃহহীন পরিবারের ৫০১ টি পাবে। গৃহহীনরা আর রোদে পুড়বে না, বৃষ্টিতে ভিজবে না। অন্যের বাড়ির বারান্দায় থাকবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা চান গৃহহীনদের নিজস্ব ঠিকানা হোক। এমনটি জানালেন বগুড়া জেলা প্রশাসন। এ ঘরের গুলোর প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। আগামী ২৬ মার্চ এ ঘর গুলো গৃহহীনদের বুঝিয়ে দেয়া হবে বলে জানান হয়। তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো গৃহহীনদেন জন্য নতুন বরাদ্দ আসবে এমনটি জানান জেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহাদৎ হোসেন। এবার নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় ঘর নির্মাণের ব্যয়ও বেড়েছে।
৫০১ ঘরের প্রতিটিতে ব্যয় হবে ২ লাখ ৪০ হাজার টাকা। এর আগে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৭১ হাজার টাকা। ৫০১ ঘরের মোট নির্মাণ ব্যায় হবে ১২ কোট ২ লাখ ৪০ হাজার টাকা।
তিনি জানান বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় ১৫টি, বগুড়া সদরে ৪০টি, ধুনট উপজেলায় ১০০টি , দুপচাঁচিয়ায় ৩০টি, গাবতলীতে ৩৫টি , কাহালুতে ৪৬ টি , নন্দীগ্রামে ৪০টি, সারিয়াকান্দিতে ৫০টি, শাজাহানপুরে ৩০টি, শেরপুরে ৪৫টি, শিবগঞ্জে ৩৫টি ও সোনাতলা উপজেলায় ৩৫টি ঘর নির্মাণ কাজ চলছে।
তৃতীয় পর্যায়ের প্রথম ধাপের কাজ শেষ হওযার পর দ্বিতীয় দফারকাজ শুরু হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়নিত নজরদারী চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat