×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বহুল কাঙ্খিত স্বস্তির বৃষ্টি বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর  সক্ষম ব্যক্তিদের আয় বৃদ্ধিতে সহায়তা দিতে সরকার পেশা ভিত্তিক  প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও ঋন প্রদান কর্মসূচি বাস্তবায়ন করেছে।  
প্রতিমন্ত্রী আজ জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী সফট স্কীল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেলে, কামার, কুমার, হিজড়া, বেদে, প্রতিবন্ধীসহ সমাজের অসচ্ছল  এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়ে বিভিন্ন ভাতা, অনুদান, খাদ্য সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং  প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদ হিসেবে তৈরি করছে। ফলে বাংলাদেশ বিভিন্ন  সামাজিক সূচকে ঈর্ষনীয়  অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী  সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরকে  ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী  কাঁশা শিল্পে নিয়োজিত ব্যক্তিদের আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করে তুলতে এবং  উৎপাদন খরচ কমিয়ে এ শিল্পের পণ্য সামগ্রীকে সাধারণ ক্রেতাদের কাছে সুলভমুল্যে বিক্রির লক্ষ্যে  প্রয়োজনীয়  প্রশিক্ষণ প্রদানের আহবান জানান।
জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ  উদ্বোধনী অনুষ্ঠানে  আরও বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের শেখ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,  সদর ইউনিয়নের  চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী (শাহিন), পৌর আওয়ামী লীগের সভাপতি অংকন কর্মকার, প্রশিক্ষণার্থী  কামার শিল্পী নারায়ণ কর্মকার, অখিল চন্দ্র কর্মকার ও কুমার শিল্পী হারাধন পাল।
এরআগে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর মো. ফরিদুল হক খান দুলাল  অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য  প্রশাসন আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের বুস্টার ডোজের উদ্বোধন করেন।
এ ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী  আজ বিকেলে ইসলামপুর উপজেলার  গোয়ালেরচর ইউনিয়নের আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গোয়ালেরচর মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গোয়ালের চর কাছিমারচর বাজার রাস্তার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat